Site icon Daily Dhaka Press

মারা গেছেন ‘আজ রবিবার’ নাটকের নির্মাতা

জনপ্রিয় ধারাবাহিক ‘আজ রবিবার’ নাটকের নির্মাতা ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর সহসভাপতি মনির হোসেন জীবন মারা গেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৬ জুন) রাত ১২ টা ৫৩ মিনিটে স্ট্রোকজনিত কারণে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে মারা যান তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মনির হোসেন জীবনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার নিজ গ্রাম নরসিংদীর মনোহরদীতে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

Exit mobile version