Site icon Daily Dhaka Press

এটাই আমার শেষ ইউরো: রোনালদো

স্লোভেনিয়ার বিপক্ষে অগণিত সুযোগ মিস, সঙ্গে শেষ সময়ে পেনাল্টিতেও গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি মিস করার পর তার কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে পেনাল্টিতে গোল করলেন এবং দলও জিতলো ৩-০ ব্যবধানে।

দলের এমন দারুণ জয়ে শেষ হাসি ঠিকই হাসলেন, এই আল নাসর তারকা। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, `কোন সন্দেহ ছাড়াই এটা আমার শেষ ইউরো কাপ।‘

পর্তুগিজ পত্রিকা ও‘জোগোকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, `কিন্তু আমি আবেগাপ্লুত নই। আমি সব কিছু ছাপিয়ে এগিয়ে যাচ্ছি পূর্ণ উদ্যম নিয়ে। আমি সমর্থক, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে তাদের দেখে অনুপ্রেরণা পাই।‘

রোনালদোর আর নিজেকে প্রমাণের কিছু নেই। এমনটাই মনে করে এই ইউরো জয়ী ফুটবলার বলেন, `ফুটবল ছেড়ে দেওয়াটা বিষয় নয়, আমার এখানে জয় ছাড়া অন্য কি বিকল্প আছে? এখানে আমরা এক পয়েন্ট বেশি বা কমের জন্য আসিঞ্জ। মানুষকে খুশি করতে পারাটাই আমাকে অনুপ্রেরণা দেয়।‘

Exit mobile version