Daily Dhaka Press

আশুলিয়ায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রসেনজিত চৌধুরী: র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে ।

এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৭ বোতল ফেনসিডিলসহ নিম্নোক্ত ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন কুষ্টিয়ার মোঃ শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)।

র‍্যাব জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে আইনানুপ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।

Exit mobile version