আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘পদাতিকে’র একটি পোস্টার প্রকাশ করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘১৫ আগস্ট মুক্তি পাচ্ছে।’ এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সেকারণেই হয়তো মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য দিনটি বেছে নিয়েছেন পরিচালক।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেলার ও গান। বেশ প্রশংসিত হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় বলিউড গায়ক অরিজিৎ সিং ও সনু নিগম। সুরকার কিংবদন্তি সংগীতজ্ঞ সলিল চৌধুরী।
এই ছবির জন্য চঞ্চলকে শুভকামনা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। বলিউড মেগাস্টার ফেসবুকে ‘পদাতিকে’র পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে চঞ্চলের নামও লিখেছিলেন।
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন কোরক সামন্ত। ছবিটিতে দেখা যাবে জিতু কমলকেও।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.