Site icon Daily Dhaka Press

কোয়ার্টার না খেলেই সেমিফাইনালে জকোভিচ

হাঁটুর চোটের কারণে একটা সময় উইম্বলডন খেলতে পারবেন কি না, সেটা নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিলেন নোভাক জকোভিচ; কিন্তু সেই তারকাই এখন টেনিসের বিশ্বকাপ হিসেবে পরিচিত গ্র্যান্ড স্লাম উইম্বলডনের সেমিফাইনালে। এ নিয়ে মোট ১৩তম বার এই প্রতিযোগিতার সেমিতে উঠলেন তিনি।

মূলত কোয়ার্টার ফাইনালই খেলতে হয়নি সার্বিয়ান এই তারকাকে। শেষ আটের লড়াই না লড়েই উইম্বলডনের সেমিতে উঠলেন নোভাক জোকোভিচ। চোটের জন্য কোয়ার্টার ফাইনাল না খেলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন জোকারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স ডি মিনাউর। ফলে ওয়াকওভার পেয়ে যায় জকোভিচ।

হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন সাবেক নাম্বার ওয়ান এই তারকা। অস্ত্রোপচার করাতে হয়; কিন্তু খুব দ্রুতই ফিরে এসেছেন তিনি এবং উইম্বলডনে পরিচিত ফর্মেই দেখা যাচ্ছে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। চতুর্থ রাউন্ড পর্যন্ত বড় বাধার সামনে পড়তে হয়নি তাকে। কোয়ার্টার ফাইনালেও কোর্টে নামতে হল না।

সোমবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ফ্রান্সের আর্থার ফিলসকে ৬-২, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছিলেন মিনাউর। ওই ম্যাচ খেলার সময়ই চোটে পড়েন তিনি। প্যারিস অলিম্পিক্সের কথা ভেবে ঝুঁকি নিতে চাননি অস্ট্রেলিয়ার এই তারকা। এ কারণে নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর তাতেই ঘাম না ঝরিয়ে উইম্বলডনের শেষ চারে জায়গা করে নিলেন জোকোভিচ। সে সঙ্গে পেয়ে গেলেন প্রয়োজনীয় বিশ্রামও।

উইম্বলডনের প্রস্তুতির মধ্যেই জার্মানিতে ইউরোর খেলা দেখতে যান জকোভিচ। গ্রুপ পর্বে সার্বিয়ার শেষ ম্যাচ দেখতে গিয়েছিলেন। যদিও তার দেশ ইউরোর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

Exit mobile version