আনন্দলোক প্রতিবেদক: ঢালিউডে হালের আলোচিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পরীমনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘বস লেডি’ হয়ে নিজেকে আখ্যা দিয়ে নজর কাড়লেন আলোচিত এই চিত্রনায়িকা। ওয়েস্টার্ন বেশভূষায় বেশ অনন্য লুকে উপস্থিত ছিলেন শাকিব খানের একটি ব্যবসায়িক আয়োজনে। যেখানে পরী ধরা দিয়েছেন রেড ব্লো টপসের ওপর নেভি ব্লু কোট। কোটের ওপরে প্লাটিনাম চুমকি বসিয়ে লেখা শাকিবের প্রতিষ্ঠানের নাম ‘সানবিট’ ও ‘এমএক্সবি’। সঙ্গে ব্লু কালারের ওয়াইড লেগ ফরমাল প্যান্ট। সঙ্গে তার আবেদনময়ী চাহনি। মূলত এত আয়োজন ছিল মেগাস্টার শাকিব খানের স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্কের ‘আপনজন’ এর লোগো উন্মোচনকে ঘিরে।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পরীর আকর্ষণীয় ও গ্ল্যামারাস রূপে মজে থাকেন সকলেই। হালের আলোচিত এই অভিনেত্রী অপরূপা সুন্দরীও বটে। আলোচিত-সমালোচিত নানা কর্মকান্ড নিয়ে পরী সবসময় থাকে সংবাদ শিরোনামে। ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদের টানা-পোড়েন অতিক্রম করে তিনি এখন আত্মপ্রেমের কথা বলেন প্রায়ই। আগে চিন্তাভাবনা না করেই অনেক কাজ করেছেন পরী, কিন্তু এখন আর সেটা হয় না। এমনটা নিজেই বলেছেন এই অভিনেত্রী। শুধু ব্যক্তিগত জীবনেই নয়, ক্যারিয়ারেও উল্লেখযোগ্য বদল এসেছে আলোচিত এ নায়িকার মাঝে। প্রায় সময়ই লাস্যময়ী রূপে ধরা দিয়ে নেট দুনিয়ায় জয় করেন মানুষের মন। সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে নানা খুনসুটিতেও মেতে ওঠেন পরী। পরীর পাশে এখন কেবল আর তার ছেলে নয়, আছে মেয়েও। কিছুদিন আগেই মেয়ে সন্তান দত্তক নিয়েও শিরোনামে আসেন তিনি। তবে তাকে একজন মা হিসেবেই অনেক বেশি দেখি আমরা।
পরীমনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে এরপর নাটক দিয়ে অভিনয় শুরু করেন। তার মডেলিং জীবনের হাতেখড়ি হয় দৈনিক জনকণ্ঠের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সঙ্গে অভিনয় করেন।
পরবর্তীতে ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। ২০১৫ সালেই একডজন সিনেমা মুক্তি পেয়েছিল তার। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। মূলত সিনেমায় তার জনপ্রিয়তা বাড়ে ২০১৬ সালে। ওই বছরই মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘রক্ত’। এরপর রাতারাতি ঢালিউডের তারকা বনে যান তিনি। সেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন এই অভিনেত্রী। সেই সঙ্গে তার হাতে আসতে থাকে নতুন নতুন সিনেমার কাজ। তবে তার ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘স্বপ্নজাল’। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। শুধু তাই নয়, চলচ্চিত্র নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর প্রথম দিকেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- মন জুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, রক্ত, ধূমকেতু, কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, অন্তর জ্বালা, স্বপ্ন জাল, ইনোসেন্ট লাভ, মন জ্বলে, পাষাণ, নদীর বুকে চাঁদ, বুকের মাঝে প্রেমের আগুন, আমার প্রেম আমার প্রিয়া, বিশ্বসুন্দরী, স্ফুলিঙ্গ, মুখোশ, গুণিন , মা, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। পাফ ড্যাডি শিরোনামের একটি ওয়েব সিরিজের মাধ্যমেও শিরোনামে আসেন পরী। শুধু দেশেই নয় কলকাতায় প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র জন্য ওপার বাংলায় পাড়ি জমান পরী।
উল্লেখ্য, সম্প্রতি তিনি শেষ করেছেন ভারতের ওটিটি প্ল্যাটফরম হইচই এর সিরিজ ‘রঙিলা কিতাব’ এর কাজ। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। যেখানে পরীমনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।