ইবি প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘিরে দেশে তৈরি হয়েছে কারফিউ জারির মতো পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। এমতাবস্থায় শিক্ষা কার্যক্রম সচলে করণীয় নির্ধারণ করতে আগামীকাল ৩১ জুলাই মুক্ত আলোচনার ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
ইবি বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহবান জানানো হয়। আগামী বুধবার (৩১ জুলাই) অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় শিক্ষার্থীসহ অনেক প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঘটেছে, এ জন্য বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যথিত ও মর্মাহত। বঙ্গবন্ধু পরিষদ নিহত সকলের আত্মার শান্তি কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছে।
এতে আরো বলা হয়, অনেকগুলো প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার প্রচেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝি পরিলক্ষিত হয়েছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষার্থী ও ছাত্র সংগঠসমূহের সহাবস্থান অতীব জরুরী। তাই দ্রুত সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম সচল করার স্বার্থে বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তঃসম্পর্ক উন্নয়নে সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং করণীয় নির্ধারণে আগামী ৩১/০৭/২০২৪ তারিখ অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক মুক্ত আলোচনার আয়োজন করতে যাচ্ছে। উক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, ও সাংবাদিকসহ সকলকে অংশগ্রহণের উদাত্ত আহবান জানাচ্ছি।