প্রসেনজিৎ চৌধুরী : সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতন, মন্দির-মঠ, ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বাংলাদেশে গতকাল ও আজ (১১ আগস্ট) রোববার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নির্যাতন বন্ধে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে তারা সুরক্ষা আইন প্রণয়ণের দাবি করে সমাবেশ ও মানববন্ধন করেছে ।
পরবর্তীতে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে জাতীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। এ ছাড়াও কয়েক জেলায় সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সিলেট, চট্টগ্রাম, জামালপুরসহ দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ করছেন সনাতন ধর্মালম্বীরা।
হামলা ও ভাঙচুরের অভিযোগে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে ও বিক্ষোভের আয়োজন করা হয় । কয়েকটি সংগঠনের উদ্যোগে আন্দরকিল্লা মোড় থেকে মিছিল বের করে। সমাবেশে পরিষদের নেতারা মন্দির, গির্জা উপাসনালয় এবং হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ করেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তারা। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করার মতো সম্প্রীতির পরিবেশ তৈরির আহবান ছিল সবার কন্ঠে।