কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঐতিহ্যবাহী গুরই নবজাগরণ উন্নয়ন সংঘের উদ্যোগে গত শুক্রবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গুরই বেয়াতিরচর একাদশ নিকলী ভাটিবরাটি একাদশ লিটন একাডেমিতে ৩-০ গোলে পরাজিত করে ভিশন ফ্রিজ জিতে গুরই বেয়াতিরচর একাদশ। ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
২০২৪ ইং ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফির স্পন্সার করের অত্র এলাকার কৃতি সন্তান আবুল মনসুর মামুন যিনি প্রতিবছর খেলায় প্রথম পুরস্কার দিয়ে থাকেন। এলাকাবাসী জানান, সে নিজের খেলাধুলাপ্রেমী ও দেশীয় সংস্কৃতিকে মনে ধারণ করে।
আবুল মনসুর মামুন বলেন, গুরই ফুটবলের ইতিহাস ৭০ দশকের ইতিহাস এটা নতুন কিছু নয় আমরা এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এলাকাবাসীর চেষ্টা করেছে এই খেলার মধ্য দিয়ে ও আর্থিক সহযোগিতা করে বন্যা কবলিত মানুষের পাশে থাকার প্রচেষ্টায়। কেননা, মানুষ মানুষের জন্য এখন আমাদের একটাই কাজ বানভাসীর পাশে থাকা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.