Daily Dhaka Press

কোয়ালিটি কাজ করতে চান শশী 

আনন্দলোক প্রতিবেদক : শশী ইয়াশিরান। এই সময়ের তরুণ মডেল ও অভিনেত্রী। মোহনীয় রূপ ও অভিনয়ের গুণে অল্প সময়ে নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে পরেছেন। পড়াশুনা করছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। শশী জানান, ২০২২ সাল থেকে আমি নিয়মিত মিডিয়ায় যুক্ত হই । পর পর বেশ কয়েকটি ব্রান্ড বিজ্ঞাপনের কাজ করি, এবং ডিরেক্টর অনম বিশ্বাসের পরিচালিত ওয়েব সিরিজ “ভাইরাসে” অভিনয় করার প্রথম সুযোগ হয়ে ওঠে। এরপর আরো বেশ কিছু ব্রান্ড ফটোশুট, ম্যাগাজিন, নাটক, মিউজিক ভিডিও সহ ইত্যাদিতে কাজ করার সুযোগ হয়। তিনি আরো বলেন, ক্যারিয়ার শুরুতেই ভালো ভালো পরিচালকদের সাথে ও ভালো ব্রান্ডের বিজ্ঞাপনের কাজ করার সুযোগ পেয়েছি।

 

এরপর আস্তে আস্তে কাজের পরিধি বাড়তে থাকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই আরও বাড়তে থাকে। তবে আমি শুরু থেকেই বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি। কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি প্রাধান্য দিচ্ছি। শশী জানায়, ছোটবেলা থেকেই নাচ গান খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। এভাবে আস্তে আস্তে মিডিয়ার সঙ্গে নিজেকে জড়ান। 

শশী লেখালিখি ও বই পড়তে পছন্দ করেন। নিজের মতো করে অনেক কবিতা লেখেন, রোজ জার্নাল লেখেন। নিয়ম করে প্রতিদিন মুভি, ওয়েব সিরিজ, নাটক দেখার চেষ্টা করেন। প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট ব্যায়াম করেন – বলে জানান তিনি ।

Exit mobile version