Site icon Daily Dhaka Press

গাজায় স্কুলে হামলা, শিশু ও স্বাস্থ্যকর্মীসহ নিহত ২২

গাজার দক্ষিণাঞ্চলে একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

হামাসের পরিচালিত সরকারী মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন শিশু এবং ৬ জন নারী ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ওই ভবনটিতে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। ইসরাইলের দাবি, হামাস বেসামরিক স্থাপনাগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

ঘটনাস্থলে রয়টার্সের ফুটেজে দেখা যায়, স্কুলের দেয়াল বিধ্বস্ত, আসবাবপত্র পুড়ে গেছে এবং ছাদে গর্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সাঈদ আল-মালাহি জানান, মহিলারা এবং তাদের শিশুরা স্কুলের মাঠে বসে ছিল। এসময় হঠাৎ করে দুটি রকেট তাদের আঘাত করে।

এছাড়া রাফাহ শহরে একটি হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Exit mobile version