Site icon Daily Dhaka Press

বিএনপি নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা

বিএনপি নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এ সংলাপে অংশ নিয়েছে। বিএনপির অন্য নেতারা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টাও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

Exit mobile version