Site icon Daily Dhaka Press

দুর্গাপূজার ছুটি শুরু বৃহস্পতিবার থেকে

xr:d:DAFwLc7I1-M:19,j:2993046782623526628,t:23100308

নিজস্ব প্রতিবেদক : হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তবে এবারের পূজা নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও সরকারের পক্ষ থেকে দুশ্চিন্তা নাকচ করে দেয়া হয়েছে। পূজা নিয়ে এবারে কোন থ্রেট নেই বলে জানানো হয়েছে। বরং শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ছে। আগামী বৃহস্পতিবারও (১০ অক্টোবর) ছুটি পাওয়া যাবে। এতে টানা চারদিন সরকারি ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবারই (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি আরও জানান,তিনি বলেন, অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি এবার একদিন ছুটি বাড়িয়ে দেব। যাতে তারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়ত জারি করবে। এর মধ্যে দিয়ে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।
এরফলে টানা চারদিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারী চাকুরিজীবীরা।

Exit mobile version