ময়েশ্চারাইজার ব্যবহার করুন: হেমন্তে ত্বক শুষ্ক হয়ে যায়, তাই একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন যা আপনার ত্বককে আর্দ্র রাখবে।
গোসলে হালকা গরম পানি : পানিতে গরমের মাত্রা বেশি থাকলে এবং তা দিয়ে গোসল করলে ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে। তাই গরম পানি কম ব্যবহার করুন এবং নরমাল কিংবা উষ্ণ পানি ব্যবহার করুন।
এক্সফোলিয়েশন: সপ্তাহে ১-২ বার ত্বকের মরা কোষ ঝরাতে এক্সফোলিয়েট করুন, কিন্তু অতিরিক্ত করবেন না।
সানস্ক্রিন: সূর্যের UV রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন প্রয়োগ করতে ভুলবেন না।
পানিশূন্যতা: পর্যাপ্ত পানি পান করুন। এটা ত্বককে হাইড্রেটেড রাখবে।
স্বাস্থ্যকর খাদ্য: ফল ও সবজি খান, এতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ত্বককে সুস্থ রাখবে।
হালকা ফেস প্যাক: মধু, দুধ বা অ্যালোভেরা ব্যবহার করে হালকা ফেস প্যাক তৈরি করুন।
উপরোক্ত টিপস্ মেনে চললে হেমন্তে আপনার ত্বক সজীব ও সতেজ থাকবে। ত্বক যদি শুষ্ক দেখায় তবে চেহারায় মলিনতার ছাপ পড়বে। তাই সতেজ ত্বক কাজে কনফিডেন্স বৃদ্ধি করে।
মডেল : সামিহা উমাইরা
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.