আজ ২৬ অক্টোবর শোবিজ অঙ্গনের তরুণ মডেল ও অভিনেত্রী শশী ইয়াশিরানের জন্মদিন। এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটানোর জন্য নানা পরিকল্পনা করেছেন তিনি। শশী জানায়, পরিবার ছাড়া এবার প্রথম জন্মদিন পালন করা।
পড়াশোনা ও কাজের ব্যস্ততার জন্য এবার পরিবারের সাথে দিনটি কাটাতে পারছিনা। আমি কখনোই জন্মদিন জমকালো ভাবো পালন করা পছন্দ করিনা, তবে এই দিনটিতে আমি সবসময় পথশিশুদের সাথে সময় কাটতে পছন্দ করি। তাদের নিয়ে ছোটখাটো আয়োজন ও ভালোলাগা উপভোগ করি। এবারো তাই করার প্রত্যাশা রাখছি।
আমি বিশ্বাস করি, জীবনের নতুন বছরে পা দেওয়া মানে নতুন একটি অধ্যায় ও দায়িত্ববোধ বহন করা, তাই পুরোনো সকল বাধা অতিক্রম করে সুন্দরভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.