ঢাকা : বঙ্গভবনে তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তথ্য যাচাই-বাছাই চলছে। এর আগে ১৬ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান। ওইদিনই আরও বিচারপতিকে ছুটিতে পাঠানোর দাবি তুলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
২০১৯ সালের আগস্টে হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে রায় উল্টে দেওয়ার অভিযোগ ওঠে। পরে আরও একজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসে। মোট ১৫ জন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানিয়েছে, ষোড়শ সংশোধনীর রায়ের পর দুই দফায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক হয়েছে। এতে তিন বিচারপতি – সালমা মাসুদ চৌধুরী, এ কে এম জহুরুল হক ও কাজী রেজাউল হকের বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে।
রাষ্ট্রপতি অনুমোদন দিলে এ তিন বিচারপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। পাশাপাশি ১২ বিচারপতির বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।