Site icon Daily Dhaka Press

ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু

আজ বুধবার থেকে ঢাকা মহানগরীর টিসিবির কার্ডধারী সাধারণ ভোক্তাদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যের সঙ্গে আলু বিক্রি শুরু হবে। টিসিবি ভবনের সামনে ট্রাকসেলের মাধ্যমে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধান করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।  টিসিবি আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রমের সঙ্গে আগামী বুধবার থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য ৪০ টাকা কেজি দরে জনপ্রতি তিন কেজি করে আলু দেওয়া হবে। এছাড়া প্রতিলিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতিকেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতিকেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

Exit mobile version