Site icon Daily Dhaka Press

৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষাও স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক প্রথম বর্ষের আগামীকাল বৃহস্পতিবারের চূড়ান্ত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহারুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস একটি চিঠি পাঠিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য পরীক্ষাগুলো অপরিবর্তিত থাকবে।

একই সঙ্গে বৃহস্পতিবারের স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সোমবার বিজ্ঞপ্তি দিয়ে সাত কলেজের মঙ্গলবারের চতুর্থ বর্ষ স্নাতক শ্রেণির চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়।

জানা গেছে, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Exit mobile version