Site icon Daily Dhaka Press

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায়

ডিডিপি ডেস্ক :  এ বছরে সংগঠিত জুলাই আগষ্ট বিপ্লবের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্টের ৫ তারিখেই  দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। সাম্প্রতিক সময়ের কিছু ঘটানা যেন আরও বৈরি হাওয়ার সৃষ্টি করেছে, বিশেষ করে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ সংক্রান্ত ইস্যু।

উদ্ভত এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে উভয় দেশের দুই পররাষ্ট্র সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভারত-অর্থায়ন করা উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু, ভিসা ব্যবস্থা সহজ, আরও সরাসরি ফ্লাইট চালু এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন। তার ঢাকায় আসার ব্যাপারে বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনও ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।  দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিসরি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। এখন পর্যন্ত বিষয়টি সম্ভাবনার মধ্যেই রয়েছে দিন  তারিখ নিদিষ্টকরণের বিষয়ে কিছু জানা যায়নি।

Exit mobile version