Site icon Daily Dhaka Press

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো সাড়ে ৬১ কোটি ডলার

চলতি মাসের প্রথম সপ্তাহে (১-৭ ডিসেম্বর) দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে ৮ কোটি ৮১ লাখ ডলার। রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ৭ দিনে দেশে মোট ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। গত নভেম্বরের প্রথম সপ্তাহে এই পরিমাণ ছিল ৫০ কোটি ৮৯ লাখ ডলার। অর্থাৎ, নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি পেয়েছে।

রেমিট্যান্সের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ১৮ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার। এছাড়া, বিশেষায়িত ব্যাংকগুলো থেকে ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলো থেকে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে ২০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

গত জুন মাসে প্রবাসীরা ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠালেও, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মাত্র ১৯১ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল। তবে এরপর পরিস্থিতি উন্নতি হতে থাকে। আগস্টে প্রবাসীরা ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার ছিল, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। অক্টোবরেও ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে, এবং নভেম্বরে আসে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

Exit mobile version