ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এলো ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।
ডিসেম্বরের ১৪ দিনের প্রতিদিন গড়ে এসেছে নয় কোটি ৮৬ কোটি ৬৮ হাজার ৫৭১ ডলার, যা আগের মাস বা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।
আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৭০০ হাজার ডলার। আগের বছরেই ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি পাঁচ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৮০ হাজার ডলার।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.