Site icon Daily Dhaka Press

ইভিএম নয়, ব্যালট বক্সেই হবে জাতীয় নির্বাচন-সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে। জাতীয় সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইন্ডেকশন দিয়েছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেননি। আমাদের যারা স্টেকহোল্ডার রাজনৈতিক দল তারাও সংসদ নির্বাচনের কথা বলেছে। তারা অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি।

বর্তমান ভোটার তালিকায় নির্বাচন হবে, নাকি নতুন ভোটার তালিকা করবেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবো। অনেকে মারা গেছেন, অনেকে বাদ পড়েছেন। অনেক বিদেশি ভোটার হয়েছেন। ভোটারের ডুপ্লিকেশন হয়েছে। এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো যাচাই-বাছাই করে ওই তালিকা সংশোধন করবো। ওই সংশোধিত তালিকার ভিত্তিতেই ভোট হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা টাইমফ্রেম দেয়া আছে সে অনুযায়ী কাজ চলছে বাকিটা সময়মতো জানিয়ে দেয়া হবে।

Exit mobile version