নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে— এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে বলেন, নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কী? সেটা নির্ভর করবে সংস্কারের ওপর। প্রধান উপদেষ্টা একটা সময় দিয়ে দিয়েছেন, এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে।
আজ (মঙ্গলবার) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সংস্কার শেষে প্রধান উপদেষ্টার দেয়া টাইমফ্রেমে নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করা যায় ২০২৬ এর ৩০ জুনের মধ্যে। এখন যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে? সেটা নির্বাচন কমিশন দেবে। প্রেস ব্রিফিং-এ আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.