
একটি সত্য ঘটনার অবলম্বনে পরিচালক শঙ্খ দাসগুপ্ত নির্মাণ করেছেন ‘প্রিয় মালতী’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
নির্মাতার গল্প শুনেই ভালো লেগেছে বলেছে সম্প্রতি প্রেস কনফারেন্সে জানান এই অভিনেত্রী। সে অনুষ্ঠান পুরোটাই নিজে উপস্থাপনা করে বেশ তাক লাগিয়ে দেন তিনি।
মূলত একটি মার্কেটে আগুন লেগে নি:স্ব হয়ে যাওয়া এক লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। জীবন সংগ্রামের নানা বাঁক ফুটে উঠেছে গল্পে। যুদ্ধ করতে হয়েছে সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, অভিনয়কে প্রাধান্য দেয়াই আমার মূল লক্ষ্য, কোনটা আর্ট আর্ট ফিল্ম বা কোনটা কমার্শিয়াল ফিল্ম সেটা মূখ্য হয়ে দাড়ায় না আমার কাছে।
মন দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলাই আমার চ্যালেঞ্জ। সিনেমাতে আরও অভিনয় করেছেন, নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট ও রিজভী রিজু সহ আরও অনেকে।
আগামী ২০’শে ডিসেম্বর একযোগে সারাদেশে মুক্তি পাচ্ছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। এরিমধ্যে সিনেমাটি দেশের বাইরে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিশিয়ালি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
নানান চলচ্চিত্র উৎসবে ঘুরে আসার পর এবার দেশের দর্শকের জন্য একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আজ একযুগেরও বেশি সময় ধরে টিভি পর্দায় কাজ করছেন। অত্যুঙ্গ জনপ্রিয়তা উপভোগ করা এই অভিনেত্রী বড়পর্দায় আসছেন এবারই প্রথম। ইতোমধ্যে সিনেমাটির টিজার ঘুরছে নেট দুনিয়ায়।
সিনেমাটির প্রযোজনা করেছেন আদনান আল রাজীব, রেজদওয়ান রনি,এক্সিকিউটিভ প্রডিউসার মো: হাবিবুর রহমান তারেক। সহ প্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।