Site icon Daily Dhaka Press

বারহাট্টায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা জেলার বারহাট্টা শাখার কার্যক্রম আজ রোববার থেকে স্থানীয় বারহাট্টাবাজারে শুরু হয়েছে। এর আগে শহরের গোপালপুরবাজার থেকে শাখাটি এই বারহাট্টাবাজারের একটি নতুন ভবনে স্থানান্তর করা হয়।

নতুন ভবনে কার্যক্রম শুরু উপলক্ষে শাখাটির পক্ষ হতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি’র নেত্রকোণা অঞ্চলের প্রধান (ভারপ্রাপ্ত) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নূরুল ইসলাম, নেত্রকোণা শাখার এজিএম মো. আলমগীর, বারহাট্টা শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আক্কাছ আলী, যুগ্ম-আহ্বায়ক মো. ছানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, বারহাট্টা প্রেসক্লাবের আহ্বায়ক শামছ উদ্দিন আহমেদ বাবুল, হেফাজতে ইসলাম বারহাট্টা শাখার সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন, অত্র ব্যাংকের কর্মরত ও সাবেক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সম্মানীয় গ্রাহবগণ উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে সংক্ষিপ্ত আলোচনায় এজিএম মো. নূরুল ইসলাম শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। শাখার ম্যানেজার দেবাশীষ কুমার দাশ জানান, পর্যাপ্ত জায়গার অভাবে গোপালপুরবাজারে শাখার কার্যক্রম পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছিল। ওই বাজারে খোঁজাখুঁজি করে জায়গা না পাওয়ায় শাখাটিকে এখানে স্থানান্তর করা হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

Exit mobile version