ঢাকা ও চট্টগ্রামে ট্রাক সেলের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এছাড়া ভিয়েতনাম থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল ও মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিরও অনুমতি দেয়া হয়েছে।
রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, তা নিশ্চিত করা হবে। চাল, ডাল ও চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.