Site icon Daily Dhaka Press

ফিক্সিং কাণ্ড: বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিতর্ক সঙ্গী করেই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তারমধ্যে অন্যতম হলো কয়েকটি দলের সময় মতো খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়া।

গুঞ্জন আছে ফিক্সিং নিয়ে। গুরুতর এ অভিযোগ উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। তাকে ঘিরেই স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ উঠেছে। যদিও প্রমাণিত হয়নি। তবে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক যেন দেশ ছাড়তে না পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন বিজয়। দলটির হয়ে খারাপ খেলছেন না তিনি। শুরুতে অধিনায়ক ছিলেন দলের। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেয়া হয়। এরপরই মূলত ফিক্সিং নিয়ে রাজশাহীর একাধিক ক্রিকেটার নিয়ে গুঞ্জন ওঠে।

শুধু রাজশাহী নয়, অন্য তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ।

তবে বিজয়ের ওপর এই নিষেধাজ্ঞা অবশ্য সাময়িক। তদন্তের পর যদি দোষী প্রমাণিত না হয়, তবে এটি তুলে নেয়া হবে।

Exit mobile version