Site icon Daily Dhaka Press

আজীবন সম্মাননা পেলেন শচীন

দেশের হয়ে ক্রিকেটে অবদান রাখা ক্রিকেটারদের বরাবরই সম্মাননা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারই ধারাবাহিকতায় বর্ষসেরা পারফর্মারদের সম্মাননা দিয়েছে তারা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন দেশটির সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তাকে কর্নেল সিকে নাইয়ুডু আজীবন সম্মাননা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শনিবার (০১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বর্ষসেরা (২০২৩-২৪) ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন পেসার জসপ্রীত বুমরা। মেয়েদের ক্ষেত্রে এ সম্মাননা জিতেছেন স্মৃতি মান্ধানা।

বোর্ডের ৩১তম সদস্য হিসেবে আজীবন সম্মাননা পেলেন শচীন। ভারতের প্রথম টেস্ট অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৯৪ সালে চালু হয় এ পুরস্কার।

২০১৩ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টেস্ট খেলে অবসর নিয়েছিলেন শচীন। পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সে অভিষেকের পর ভারতের হয়ে খেলেছেন দুই দশকেরও বেশি সময়। তিনি ২০০ টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে খেলেছেন।

ক্রিকেট ইতিহাসে এত ম্যাচ খেলার নজির নেই কারও। টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ আর ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬। তাছাড়া ভারতের হয়ে একটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।

অনুষ্ঠানে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রবীচন্দ্রন অশ্বিনকেও সম্মাননা দেয়া হয়েছে। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিকে দেয়া হয়েছে ‘বিশেষ সম্মাননা’। পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক অভিষিক্ত ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সরফরাজ খান।

Exit mobile version