
ডিডিপি ডেস্ক: অমর একুশে বইমেলা - ২০২৫ এ পাঠকপ্রিয় লেখক রাইয়ান জহির এর নতুন গল্পগ্রন্থ "আক্ষেপ" প্রকাশিত হয়েছে পুথিপ্রকাশ থেকে।
পুথিপ্রকাশ এর ৭৭৫ নাম্বার স্টল থেকে বইটি নিয়মিত পাওয়া যাবে আজ থেকে। বাংলা একাডেমির ঠিক বিপরীত দিকে মন্দিরের গেইট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে বাম দিকে কয়েক মিটার এগিয়ে গেলেই পুথিপ্রকাশ এর স্টলে "আক্ষেপ" বইটি পাওয়া যাবে। পাশাপাশি অনলাইন শপ রকমারি থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

"আক্ষেপ" রাইয়ান জহির এর একটি গল্পগ্রন্থ।
"আক্ষেপ" শুধু আক্ষেপের গল্প বলেনি। "আক্ষেপ",
প্রেম ও কাম,
বোধ ও শোধ,
পাপ ও অনুতাপ এর গল্পও বলেছে।
১৪টি জীবন ঘনিষ্ঠ ছোট গল্প পাঠককে জীবন বৈচিত্রের নানা স্বাদ আস্বাদনে সাহায্য করবে। পরিণত পাঠক এই "আক্ষেপ" থেকে সুনির্দিষ্ট বার্তাসহ মুগ্ধ হওয়ার মতো সাহিত্যের একটি ধারা পাবে বলেই লেখকের বিশ্বাস!
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.