গতরাত থেকে ভাঙ্গচুরের পাশাপাশি দেখা গেছে অতি উৎসাহী কেউ কেউ বাড়ির দরজা, জানাল, লিফটের যন্ত্রাংশ ইত্যাদি খুলে নেয়। সকাল পর্যন্ত এ ধারা চলমান রয়েছে। পাশাপাশি বুলডোজার, ভেকু দিয়ে চলে মূল বাড়ির স্ট্রাকচার ভাঙ্গার কাজ। থেকে চলছে আওয়ামী বিরোধী স্লোগান।
গতকাল সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। একটি পোস্টে বলা হয়, হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে কর্মসূচি পালিত হবে। আরেক পোস্টে বলা হয়, খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ।
রাত ৮টার পর পরই ছাত্র জনতা ৩২ নম্বর বাড়িতে ঢুকে পড়ে এবং তখন থেকেই শুরু হয় বাড়ি ভাঙ্গার কাজ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.