Site icon Daily Dhaka Press

ভালোবাসা দিবসের “প্রায়শ্চিত্ত”

নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিবসকে কেন্দ্র করে চলছে নাটক নির্মাণের হিড়িক। ঠিক তেমনি ভালোবাসা দিবস উপলক্ষে একটি
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক প্রায়শ্চিত্ত। এটি নির্মাণ করেছেন কলকাতার রাজু চক্রবর্তী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা দেবদীপ। এতে তার কো আর্টিস্ট হিসেবে রয়েছেন আনিকা ইয়াসমিন। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিন্টু মজুমদার, সূর্য ইসলাম সহ আরো অনেকে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে দেবদীপ জানান তার ভয়ংকর রকমের অভিজ্ঞতার কথা। চারটা কুকুর নিয়ে রাস্তায় শুয়ে থাকতে হয়েছে তার। ভেতরে ভয় কাজ করলেও কাউকে বুঝতে না দিয়ে শুটিং করে গেছেন ভালোভাবে। নাটকটি নিয়ে বেশ আশাবাদী তিনি। জানান, ভালোবাসা দিবসে দর্শকদের জন্য তাদের এই উপহার ভালোবাসার দিনটাকে আরো রঙিন করে তুলবে। আর দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে

Exit mobile version