কথায় আছে 'বাপকা বেটা, সিপাইকা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া'। অর্থাৎ সন্তান যতো স্বল্প ক্ষমতা সম্পন্ন হোক না কেন, পিতার গুণ কিছু হলেও সন্তানে বর্তাবে।
ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ১২ বছরের ছেলে থিয়াগো। বাবার মতোই অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে ছাপ রাখতে শুরু করেছে।
মেসির ক্লাব ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে থিয়াগো গোলবন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষকে। অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১২-০ গোলের জয়ে একাই থিয়াগো করেছে ১১ গোল!
এ বালক ফরোয়ার্ডও বাবা মেসির মতো ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিল। প্রথমার্ধে করেছে ৫ গোল। পরের অর্ধে ডাবল হ্যাটট্রিক। ১২তম গোলটি করেছে ডিয়েগো লুনা জুনিয়র।
২০২৩ সালে এমএলএস ক্লাবে মেসি যোগ দেয়ার পর মায়ামির যুব দলে খেলা শুরু করে তার বড় ছেলে। বাবা যখন আরেকটি মৌসুম শুরুর অপেক্ষায়, তখন থিয়াগোর দিকে সবার চোখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.