Site icon Daily Dhaka Press

লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড জিতলেন তিন গণমাধ্যমকর্মী

ঢাকা : দেশের সম্ভাবনাময় নতুন শিল্পখাত ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’ খাত নিয়ে প্রতিবেদন করে লিলি প্রেজেন্টস মিডিয়া ফেলোশিপ ২০২৪ এ তিন ক্যাটাগরিতে বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড পেলেন তিন গণমাধ্যম কর্মী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

ডিএনসিআরপি মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজন ছাড়াও ফেলোশিপে অংশগ্রহণকারী প্রতিবেদকদের ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কারের অর্থ তুলে দেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সমকালের জসিম উদ্দিন বাদল, অনলাইন ক্যাটাগরিতে জাগোনিউজ-এর ডিএম নাজমুল হোসাইন এবং টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের অ্যাওয়ার্ড পেয়েছেন আরটিভি’র সেলিম মালিক।

কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন এসোসিয়েশন অব স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ আয়োজনে এই ফেলোশিপ পরিচালিত হয়।

ফেলোশিপে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন। অংশ গ্ৰহনকারী ৩০ জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

অংশগ্রহণকারী ফেলোরা সরেজমিন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিজ নিজ গণমাধ্যমে এই খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং এগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন।

অনুষ্ঠানে এএসবিএমইবি’র সেক্রেটারি জেনারেল জামাল উদ্দীন, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব আলী, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version