Site icon Daily Dhaka Press

সন্তানের আত্মবিশ্বাস বাড়াবেন যেভাবে

শিশুর বিকাশের ক্ষেত্রে অনেক কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের অভাব শিশুর বৃদ্ধিতে অনেক বড় বাধা হিসেবে কাজ করে।

সকলেরই কিছু না কিছু সুপ্ত প্রতিভা থাকে। কিন্তু নিজের প্রতি বিশ্বাস না থাকায়, অনেক সময় সেই প্রতিভা চাপা পড়ে যায়। তাই শিশুর আত্মবিশ্বাস যাতে বজায় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

অন্যের সঙ্গে তুলনা করলে কিংবা সারাক্ষণ বকাবকি করলে খুদের আত্মবিশ্বাসে আঘাত লাগে। কী কী করলে খুদের আত্মবিশ্বাস বাড়বে, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

দায়িত্ব দেওয়া

শিশুদের মনে দায়িত্ববোধ বাড়াতে হবে। তাকে ছোট কাজের দায়িত্ব দিন। নিজের বইপত্র গুছিয়ে রাখা, নিজের হাতে খাওয়া, জামাকাপড় গুছিয়ে রাখার মতো প্রতিদিনের ছোট ছোট কাজ শিশুদের দিতেই পারেন। এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে।

সিদ্ধান্ত নিতে দেওয়া

সন্তান যেন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহিত করুন। তারা কী পোশাক পরবে সেই সিদ্ধান্তটা তাদেরই নিতে দিন। অনেক মা-বাবা-ই শিশুর সিদ্ধান্তকে তেমন গুরুত্ব দিতে চান না, নিজের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেন। নিজের সিদ্ধান্ত নিজে নিলে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।

উৎসাহ দেওয়া

যেকোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় যদি সন্তান খারাপ ফল করে তাহলে তাকে কখনোই বকাবকি করা উচিত নয়। এতে তাদের মনোবল ভেঙে যায়। বরং তাদের উৎসাহিত করুন পরের বার যাতে আরো ভালো করতে পারে।

Exit mobile version