ঢাকা: পহেলা ফাল্গুনে প্রকৃতি খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার, গাছে গাছে পলাশ আর শিমুল ফুলে ছড়িয়ে দিয়েছে রঙের মেলা,দক্ষিণা দুয়ারে বসন্তের বাতাসে করেছে প্রাণবন্ত। কহু কহু কন্ঠে বেসে আসছে কোকিলের ডাক, ছড়িয়ে পড়েছে ইটপাথরের শহরে প্রাণের উচ্ছ্বাস।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঋতুর পালা বদলে পহেলা ফাল্গুন, ফুলের শুভায় মিশে আছে বাঙালির আবেগ।
মনকে করেছে দক্ষিণা বাতাসে আনমনা নতুন রঙে সেজেছে প্রকৃতি ,হয়েছে সে প্রাণবন্তআবার এসেছে বসন্ত।
শহর আর গ্রামে বসন্তের আবহাওয়া এক না হলেও সবজায়গা ঋতু রাজ মেলে ধরে তার মহনীয় রূপ। নবিনরা বসন্ত বাঙালির উৎসবে জেগে উঠে উদ্ভোদনির কাল হয়ে। সাজে হলুদ, কমলা বাসন্তী রঙের পোশাকে।
চিত্ত আকুল হয় প্রিয় কারও সান্নিধ্য পেতে। রবীন্দ্রনাথ যেমন লিখেছিলেন,
‘সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে/পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে’
বসন্তে খুলে যাক হৃদয়, বয়ে আনুক সবার প্রতি ভালোবাসা, ভুলে যাক কে আপন কে পর , ফুলের রঙের মত রঙিন হোক মানুষের হৃদয়।