Site icon Daily Dhaka Press

মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউ’র শুভেচ্ছাবার্তা

দৈনিক মানবজমিনের ২৭তম বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

শনিবার এক বিবৃতিতে মানবজমিন পরিবারকে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মানবজমিন মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে ওই বিবৃতিতে বলা হয়।

উল্লেখ্য, আজ ১৫ই ফেব্রুয়ারি দেশের একমাত্র ট্যাবলয়েড দৈনিক মানবজমিন-এর ২৭তম বর্ষপূর্তি। ১৯৯৮ সালের এই দিনে পত্রিকাটি যাত্রা শুরু করে।

Exit mobile version