Daily Dhaka Press

বাংলাসহ ৯টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়নস ট্রফি

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টটির। বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।

ডিজিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।

চ্যাম্পিয়নস ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

Exit mobile version