
বড় ব্যক্তিত্বদের কাজের পরিধি বিশাল। নিজ হাতে সামলানো মুশকিল হয়ে পড়ে। প্রয়োজন হয় ব্যক্তিগত সহকারীর। দেশের শোবিজ অঙ্গনও এর বাইরে নয়। প্রায় কমবেশি সব তারকাদেরই দু-একজন করে সহকারীর প্রয়োজন পড়ে।
আন্তর্জাতিক মানের মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলও প্রয়োজন বোধ করছিলেন ব্যক্তিগত সহকারীর। বিজ্ঞাপন দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যা হয়েছে বিড়ম্বনার কারণ। কেননা ১৫ মিনিটে ১০০ আবেদন জমা পড়েছে।
পোস্টে পিয়া লেখেন, আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে- উভয়দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সাথে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।
সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসটিও যোগ করে দেন পিয়া। আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা। কিন্তু বিষয়টি নিয়ে এক পর্যায়ে খানিকটা বিব্রত প্রকাশ করেন পিয়া জান্নাতুল। কারণ, সেই পোস্টে চাকরি প্রত্যাশীদের আগ্রহ ছিল তুলনামূলক বেশি। পিয়ার দাবি, অনেকে বেশিই উৎসাহ প্রকাশ করছেন যা অপ্রয়োজনীয়। তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধও রাখেন পিয়া।