Site icon Daily Dhaka Press

তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা বাতিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্দেশে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ মোল্লা জানান, হাইকোর্টের রায়ের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।

গত ১ ডিসেম্বর আলোচিত এ মামলায় তারেক রহমানসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে হাইকোর্ট বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এটা টেকে না। যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।

Exit mobile version