Site icon Daily Dhaka Press

এই প্রথম মহাকাশে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী

চীনা মহাকাশ স্টেশনে মনুষ্যবাহী মিশন শুরু করতে যাচ্ছে পাকিস্তান। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই মিশনের অংশ হিসেবে মহাকাশে যাবেন দুই পাকিস্তানি নভোচারী। মিশন সফল হলে ইতিহাসের পাতায় নাম লেখাবে দেশটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তানস স্পেস অ্যান্ড অ্যাটমোস্ফেয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এবং চীনা মেনড স্পেস এজেন্সি (সিএমএসএ) এ সংক্রান্ত একটি চুক্তি করেছে। এর অংশ হিসেবে চীনের নভোচারী কেন্দ্রে প্রশিক্ষণ নিতে যাবেন দুই পাকিস্তানি।

এদের একজনকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে তিনি সায়েন্টিফিক পেলোড স্পেশালিস্ট হয়ে উঠেন। এরপর চীনা মহাকাশ স্টেশনে (সিএসএস) যাবেন তিনি। সেখানে বিশেষ গবেষণা করবেন তিনি।

২০২৬ সালের মধ্যে এই প্রশিক্ষণ শেষ হবে। মিশনটি চীনা মহাকাশ স্টেশনে জৈবিক ও চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ, ফলিত পদার্থবিদ্যা, ফ্লুয়েড মেকানিক্স, মহাকাশ বিকিরণ, বাস্তুবিদ্যা, বস্তুগত বিজ্ঞান, মাইক্রোগ্রাভিটি স্টাডিজ এবং জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবে।

এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, চুক্তিটি মহাকাশ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর করার জন্য চীন সরকারের আরেকটি বিস্ময়কর ইঙ্গিত। চীনের মহাকাশ স্টেশন প্রোগ্রামে পাকিস্তানের অংশগ্রহণ দুই দেশের মধ্যে গভীর সম্পর্ককে প্রতিফলিত করে। পাকিস্তান ও চীন মানবতার স্বার্থে শান্তিপূর্ণ মহাকাশ গবেষণায় অংশ নেবে।

Exit mobile version