চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
টেস্ট সংস্করণে জিম্বাবুয়ের উপস্থিতি খুবই সীমিত। সর্বশেষ তিন টেস্টে (আফগানিস্তান ২, আয়ারল্যান্ড ১) হেরেছে জিম্বাবুয়ে। তাই দলটির বিপক্ষে সিরিজটি শান্তদের জন্য সহজ হতে পারে। তবে এ সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। তাই সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগেভাগে।
সূত্র জানিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলার মধ্যেই ৯ এপ্রিল ক্যাম্প শুরু হবে। জাতীয় দলের এক কোচিং স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা মাঝেমধ্যে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে এলোমেলো ক্রিকেট খেলি। তাই এবার একটু আগেভাগে ক্যাম্প শুরু করছি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.