ঢাকা : বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং দ্রুত প্রসার লাভ করছে। শিগগরিই এ খাতের ৫০ শতাংশ এজেন্ট নারীরা হবেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কার্যালয়ে ‘পাথ টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। গভর্নর বলেন, আমার ধারণা, এটি গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। এটি নীরবে বিপ্লব করে চলেছে।
বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির বড় মাধ্যম হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দ্রুতই এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে। যাতে আরও বেশি নারী এজেন্ট হিসেবে যুক্ত হতে পারেন।
ব্যাংকিং খাত নিয়ে গভর্নর আরও বলেন, আমরা দ্রুত এগিয়ে যেতে চাই। আর্থিক খাতকে নতুনভাবে গড়ে তুলতে চাই। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করার কাজ চলছে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যথেষ্ট আগ্রহী।
বিশ্বব্যাংকের সহায়তায় আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠনে কাজ চলছে। এজেন্ট ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.