ঢাকা : গত ৭ মাসে কারাগারে ১২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ২৭০ জন বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। সোমবার (১০ মার্চ) দুপুরে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় কারা মহাপরিদর্শক জানান, ‘গত সাত মাসে কারা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ১২ জনকে চাকরিচ্যুত, ৬ জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
আইজি প্রিজন বলেন, ‘কারা অধিদপ্তরে নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না এবং নিয়ম ভঙ্গকারীদের অতি দ্রুততার সঙ্গে জাবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি জানান, গণঅভ্যুত্থানের পর ৭০০ অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। এর মধ্যে ৬ জঙ্গিসহ ৬৯ জন দণ্ডপ্রাপ্ত। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৭৭ জনের, বর্তমানে বন্দী আছেন ৭০ হাজার ৬৫ জন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.