Daily Dhaka Press

সেনাবাহিনীর প্রশিক্ষণে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।

১১ মার্চ (মঙ্গলবার) সকালে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন কর্তৃক ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি পরিদর্শন করেন।

সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তাগণ বাংলাদেশ পুলিশের অধীন বিস্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভাণ্ডার বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন এমনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার
মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম, জানিয়েছেন।

Exit mobile version