Site icon Daily Dhaka Press

লি‌বিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

ঢাকা : লি‌বিয়া থে‌কে ঢাকায় পৌঁছেছেন ১৭৬ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হ‌বে।

বৃহস্প‌তিবার (১৩ মার্চ) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১৭৬ জন বাংলাদেশি। এর আগে, গতকাল বুধবার লি‌বিয়া থে‌কে তাদের দে‌শের উদ্দেশ্যে প্রত‌্যাবর্তন করা হ‌য়।

ত্রিপোলির বাংলা‌দেশ দূতাবাস জানায়, ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১২ মার্চ দেশে প্রত্যাবাসন করা হয়। প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন ও অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ত্রিপোলি থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদেরকে দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদেরকে লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান।

তিনি প্রত্যাবাসিত অভিবাসীদের ভবিষ্যতে দালাল ও পাচারকারীদের প্ররোচনা ও প্রতারণায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশে গমন না করার জন্য অনুরোধ জানান।

প্রসঙ্গত, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৮৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিশেষ করে দূতাবাস থেকে গত জুলাই ২০২৩ থেকে অদ্যাবধি মোট ৪ হাজার ৪০৫ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।

Exit mobile version