Site icon Daily Dhaka Press

আমাকে বিশ্বাস করেন ভাই- যোজন

‎আনন্দলোক প্রতিবেদক : শিরোনাম দেখেই অনুমান করা যায় বিশ্বাসের অভাব রয়েছে বলেই বলা হচ্ছে বিশ্বাস করেন ভাই। সত্যিকার অর্থেই মানুষের বিশ্বাস একবার ভেঙ্গে গেলে তা জোড়া লাগানো মুশকিল। আর এই বিশ্বাস অবিশ্বাসের টানাপোড়েনে নির্মিত হয়েছে “আমাকে বিশ্বাস করেন ভাই”চলচ্চিত্রটি। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এ সিনেমায় রাতেন চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা যোজন মাহমুদ।
মানুষের জীবনে টাকা যেমন অপরিহার্য ঠিক তেমনি অতিরিক্ত টাকার বাহার যেন গলার কাটা হয়ে দাঁড়ায়। প্রাত্যহিক জীবনে টাকার এই ওঠা নামা এবং মানুষের বিশ্বাস অবিশ্বাস নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে অভিনেতা যোজন মাহমুদ বলেন, ভিন্নধর্মী এক গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। তবে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে “ওয়ান টেক শটে” ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়। ওয়ানটেক শুট মুখের কথা নয়। পুরো ইউনিট মন দিয়ে আমরা কাজটি করেছি। আসন্নে ঈদেই মুক্তি পাবে, আশা করছি দর্শকদের ভালো লাগবে।
সিনেমায় আরও অভিনয় করেছেন, সায়রা, উজ্জল কবির হিমু, রাফিউল কাদের রুবেল সহ আরও অনেকে।

Exit mobile version