আনন্দলোক প্রতিবেদক : ঈদে সবারই বাড়ি ফেরার একটি গল্প থাকে, সেই বাড়ি ফেরার গল্প নিয়েই হাজি হচ্ছে নির্মাতা শরিফুল ইসলাম শামীম। সময়ের প্রয়োজনে শিরোনাম নামে নাটকটির পটভুমি একজন দারোয়ানের ও ইচ্ছে থাকে বাড়ি গিয়ে মেয়ে ও স্ত্রী কে ঈদ পালন করার, ছোট্ট মেয়ে সেতুর ও ইচ্ছে বাবার সাথে ঈদের মাঠে ঘুরতে যাবে তাই গ্রাম থেকে মেশে বার বার ফোন করে বলে বাবা, তুমি কবে আসবে। সেই প্রশ্নমুখি বাবা কোব জবাব খুজে পায় না, কারণ প্রতি বছর যাবে যাবে বলে বাবা আর যেতে পারে না। কারণ দারোয়ান হিসেবে তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। দারোয়ান হিসেবে দেখা যাবে মনোজ প্রামাণিক কে। এছাড়া আরও রয়েছে তাসনুভা তিশা, খান জাহরি থিয়া, সোহেল খান, নয়ন হালদার, মাহিরা হাসান ও যাইন প্যারিস সহ আরও অনেকে।
ঈদে বাড়ি ফেরার গল্প কে কেন্দ্র করেই নির্মাণ হচ্ছে নাটকটি। নাটক ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে। এই নাটক দিয়ে পরিচালক শরিফুল ইসলাম শামীম অনেক দিন পর আবার নাটক নির্মাণ করছে। বর্তমানে নির্মাতা প্রামাণ্যচিত্র ও বিজ্ঞাপন করছে। সামনে তার আর কিছু কাজের প্ল্যানিং চলছে। খুব শীঘ্র আর অ নতুন নতুন নতুন কাজ নিয়ে হাজির হবে পরিচালক শরিফুল ইসলাম শামীম।