Site icon Daily Dhaka Press

গাজায় ইসরায়েলি হামলায় ‘পূর্ণ সমর্থন’ ট্রাম্পের: হোয়াইট হাউস

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) পর্যন্ত ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল এ হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলার প্রতি তার ‘পূর্ণ সমর্থন’ ঘোষণা করেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে ‘পূর্ণ সমর্থন’ করেন। সেই সঙ্গে গত মঙ্গলবার থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর ইসরায়েলের সামরিক অভিযানে অর্ধলক্ষের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ১২ হাজারেরও বেশি মানুষ।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়াানা জারি করে। সূত্র: আনাদোলু এজেন্সি

Exit mobile version