Site icon Daily Dhaka Press

বিমসটেক ইয়াং জেন ফোরামের প্রধান বক্তা ড. ইউনূস

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে আয়োজিত বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের আইকনসিয়ামে অনুষ্ঠেয় এই সম্মেলনে তরুণ ব্যবসায়ী নেতাদের ব্যবসায়িক ধারণা বিনিময় ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা হবে। ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের মতে, বিমসটেক সদস্য দেশগুলোর তরুণদের সহযোগিতা ও তাদের মেধা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ড. ইউনূস। তিনি অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দরিদ্রদের ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের ধারণা প্রবর্তন করেন, যা তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে।

১৯৮৩ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে। এই অনন্য উদ্যোগের জন্য ২০০৬ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

Exit mobile version