নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী নাইট কার্নিভাল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০, ২১ ও ২২ মার্চ প্রতিদিন দুপুর ২টা থেকে গভীর রাত ৪টা পর্যন্ত জমকালো এই মেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল আয়োজনটি। কেনাকাটা, খাবার এবং উদ্যোক্তাদের নানাবিধ স্টলের মাধ্যমে এটি এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
নাইট কার্নিভালের আয়োজন করে ই বিটস, যারা বরাবরের মতো এবারও এক ব্যতিক্রমী ও আকর্ষণীয় মেলার ব্যবস্থা করেছে। কেনাকাটা ও বিনোদনপ্রেমী দর্শকদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা ছিল। মেলার বিস্তৃত পরিসরে দেশীয় ও আন্তর্জাতিক নানা পণ্যের সমাহার ছিল, যা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের মাধ্যমে তাদের আগ্রহের প্রতিফলন ঘটিয়েছে।
নাইট কার্নিভালের সফল আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গোল্ডস্যান্ডস গ্রুপ, প্রবাসী পল্লী গ্রুপ ও ছুটি রিসোর্ট। এই প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় মেলাটি আরও বৃহৎ পরিসরে ও সুসংগঠিতভাবে সম্পন্ন হয়েছে। স্পনসরদের সহায়তায় দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
নাইট কার্নিভালে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন, যা কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। ফ্যাশন ও লাইফস্টাইলের জন্য ছিল টুয়েলভ, রাইজ, ঢাকাই জামদানি, ইউবিএনএস ফ্যাশন লিমিটেড, ট্রেন্ডি টিন, সুলতানা, আরবান অ্যাটায়ার, জিজি আপারেলস, আরিয়ানার ক্লোজেট, স্টাইল স্ট্যাশ এবং বিএম ফ্যাশন গ্যালারির মতো জনপ্রিয় ব্র্যান্ড।
গয়না ও সাজসজ্জার স্টলগুলোর মধ্যে ছিল আরজু’স জুয়েলারি ও আনুষঙ্গিক পণ্য এবং ট্রাস্ট ফ্যাশন জুয়েলারি। এসব স্টলে নানান ধরনের গয়না ও সৌন্দর্যচর্চার সামগ্রী পাওয়া গেছে, যা দর্শনার্থীদের নজর কাড়ে।
খাবার ও পানীয়র বিশাল সমারোহ মেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। মরিয়ম বিরিয়ানি ও রেস্তোরাঁ, ফাতেমার বনেদি খানা, গ্রীন চিলি, রোহা থাই, ইগলু, এক্সএক্সও, ফরমোসা কিউকিউ স্মুদি ও স্কোপ আইসক্রিম, ভিন্টেজ বেক ও ক্যাফে, স্যাভয় এবং ভাইয়া হোটেলের মতো বিখ্যাত খাবারের স্টল ছিল, যা ভোজনরসিকদের দারুণ আনন্দ দিয়েছে।
প্রাকৃতিক ও রূপচর্চার পণ্যের মধ্যে ছিল নেচার ফর হিউম্যান, হামিদার লিল স্টোর এবং খেজুর। এসব স্টল থেকে দর্শনার্থীরা স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য সংগ্রহের সুযোগ পেয়েছেন।
বিবাহ এবং অন্যান্য স্টলের মধ্যে দুলহান মেহেদি, ম্যারেজ সল্যুশন বিডি, স্বপ্নিল হাউজ, কলপতরু, পার্টাম, ক্লাসির, ছায়াতল, স্টারেস্ট ও সিলোরা ছিল, যা বিভিন্ন পরিষেবা ও পণ্য সরবরাহ করেছে। ভোজন রসিকদের জন্য নাইট কার্নিভাল ছিল এক স্বর্গসম অভিজ্ঞতা। দেশীয় ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক স্বাদের খাবারের বিশাল সমাহার ছিল এখানে। ভিন্ন স্বাদের নানা পদের খাবার উপভোগ করেছেন দর্শনার্থীরা, যা তাদের রসনা তৃপ্ত করেছে।
নাইট কার্নিভালে দর্শনার্থীদের বিপুল সাড়া আয়োজকদের অনুপ্রাণিত করেছে। ই বিটস জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.